কেরল যেভাবে রুখে দিয়েছে করোনা সংক্রমণ, তা উদাহরণ গোটা বিশ্বের কাছে
#নয়া দিল্লি: ভারতে প্রথম করোনা সংক্রমণের খবর এসেছিল কেরল থেকে। আর সেই কেরলই এখন পথ দেখাচ্ছে দেশকে। উদাহরণ তৈরি করছে কীভাবেবেশ কয়েকটি পথে কেরল করোনা সংক্রমণ রুখে দিয়েছে। একদিকে বিপুল সংখ্যায় পরীক্ষা করা। ছোঁয়ার কারণে কতটা রোগ ছড়িয়েছে, সেটা খুঁজে বের করা। বেশিদিন কোয়ারেন্টাইনে আটকে রাখা। হাজার হাজার শেল্টার তৈরি করা ও অভুক্ত মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে দেওয়া। এই কয়েকটি পথ নিয়েই কেরল রুখে দিয়েছে করোনা সংক্রমণ।
করোনা সংক্রমণ রুখে দিতে হয়।
এপ্রিলের প্রথম সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় কেরলে করোনা সংক্রমণের পরিমাণ কমে গিয়েছে প্রায় ৩০ শতাংশ। দু’জনের মৃত্যুর খবর এসেছে। ৩৪ শতাংশ করোনা আক্রান্ত সুস্থ হয়ে গিয়েছেন। দেশের যে কোনও প্রান্তের তুলনায় যে পরিসংখ্যান ঈর্ষা করার মতো। তাই দেশের কাছে উদাহরণ হয়ে উঠছে এই ছোট্ট রাজ্য।
কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা জানিয়েছেন, ‘আমরা ভাল কিছুর আশা করেছি, কিন্তু তৈরি থেকেছি খারাপ কিছু ঘটার জন্য। এখন রোগের প্রকোপ কিছুটা কমেছে। কিন্তু আমরা জানি না পরের সপ্তাহে কী হতে চলেছে।’ আগাগোড়া কেরলের একটাই নীতি ছিল, কঠোর, কিন্তু তা মানবিকতা ভুলে নয়।
কেরলে সাধারণতা বিপুল সংখ্যায় বিদেশীর আগমন ঘটে। কেরলের বহু ছাত্র চিনে পাঠরত, অনেক শ্রমিক বাইরে কাজ করেন। তাই সংক্রমণের সম্ভবনা কেরলেই সবচেয়ে বেশি। তাও সে রাজ্য রুখে দিয়েছে। তাই ভারতে হু–এর প্রতিনিধি ‘কেরল মডেল’–এর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।
কেরল যেভাবে রুখে দিয়েছে করোনা সংক্রমণ, তা উদাহরণ গোটা বিশ্বের কাছে
Reviewed by ARPAN SAHA
on
April 14, 2020
Rating:
Reviewed by ARPAN SAHA
on
April 14, 2020
Rating:
No comments: