Top Ad unit 728 × 90

Breaking News

random

সোয়াইন-ফ্লুর থেকে ১০ গুণ প্রাণঘাতী করোনা, হুঁশিয়ারি হু-র

এই সময় ডিজিটাল ডেস্ক: করোনাভাইরাসকতটা 'প্রাণঘাতী', গোটা দুনিয়া হাড়়েহাড়ে টের পাচ্ছে। আমেরিকা, ইতালি, ব্রিটেন, স্পেনের মতো দেশগুলিও করোনার কাছে অসহায়। করোনাভাইরাস বা কোভিড-১৯ এর মারণ ক্ষমতার উল্লেখ করতে গিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, WHO-র প্রধান টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস বলেন, সোয়াইন ফ্লর থেকে ১০ গুণ বেশি প্রাণঘাতী করোনা।

তাঁর কথায়, কোভিড-১৯ অত্যন্ত দ্রুত গতিতে বেড়েছে। কিন্তু, যে গত়িতে বেড়েছে, সেই তুলনায় কমার গতি অত্যন্ত কম। আক্রান্ত দেশগুলিকে সতর্ক করে বলেন, করোনা নিয়ন্ত্রণে যে সমস্ত পদক্ষেপ দেশগুলি করেছে, তা থেকে হঠাত্ সরে এলে, ফল আরও ভয়াবহ হতে পারে। প্রেক্ষিত বিবেচনা করে, নিয়ন্ত্রণ পদক্ষেপ থেকে ধীরে ধীরে সরে আসার পরামর্শ দেন হু প্রধান।

গোটা বিশ্বে এখনও পর্যন্ত করোনায় ১ লক্ষ সাড়ে ১৭ হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছেন। এর মধ্যে আমেরিকাতেই মৃত্যু হয়েছে প্রায় ২৩ হাজার মানুষের। ইতালিতে সংখ্যাটা প্রায় ২০ হাজার। ব্রিটেনে মারা গিয়েছেন ১১ হাজার ৩২৯ জন। ইরানে প্রায় সাড়ে ৪ হাজার। জার্মানিতেও মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। গোটা বিশ্বে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ১৮ লক্ষ ৮৯ হাজার ১১৬জন।

সেই তুলনায় সুস্থ হয়ে উঠেছেন অনেক কম, মাত্র ৪ লক্ষ ৩৮ হাজার ১৮০জন। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন প্রায় সাড়ে ৩ হাজার মানুষ। এদিকে,

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ভারতে এই মুহূর্তে করোনায় আক্রান্ত ৯,৩৫২। সুস্থ হয়ে ওঠায় ৯৮০ জনকে এর মধ্যে ছেড়েও দেওয়া হয়েছে। এই মুহূর্তে করোনা সক্রিয় ৮,০৪৮ জনের মধ্যে। গোটা দেশে মৃত্যু হয়েছে ৩২৪ জনের।
সোয়াইন-ফ্লুর থেকে ১০ গুণ প্রাণঘাতী করোনা, হুঁশিয়ারি হু-র Reviewed by ARPAN SAHA on April 14, 2020 Rating: 5

No comments:

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.