Top Ad unit 728 × 90

Breaking News

random

লকডাউনে ঘরে খাবার নেই, ৫ সন্তানকে গঙ্গায় ভাসিয়ে দিলেন 'অসহায়' মা

এই সময় ডিজিটাল ডেস্ক: সংসারে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। তার মধ্যে গত কয়েকদিন ধরে চলা লকডাউনের ফলে আয়ের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। ঘরে যেটুকু খাবার সঞ্চিত ছিল এই ক'দিনে তাও ফুরিয়ে গিয়েছিল। খাবারের জোগাড় করতে না পেরে পাঁচ সন্তানকে গঙ্গায় ফেলে দিলেন অসহায় এক মা। রবিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভাদোহি জেলায়। লকডাউনের কারণে রাজ্যের একজনও মানুষ অভুক্ত থাকবে না বলে ঢাকঢোল পিটিয়ে প্রচার করছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। কিন্তু ভাদোহি জেলার ঘটনা রাজ্যের প্রান্তিক মানুষের বিপন্নতার ছবি আরও একবার প্রকট করে তুলল।

এদিকে, পুলিশের কাছে খবর যাওয়ার মুহূর্তের মধ্যে প্রশাসনের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। শিশুদের খোঁজে গঙ্গায় শুরু হয়েছে তল্লাশি। অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মানসিকভাবে অসুস্থ বলে পুলিশ জানিয়েছে।

যদিও সূত্র জানাচ্ছে, অভিযুক্ত মহিলা একজন দিন আনা দিন খাওয়া মজুর। লকডাউনের ফলে উপার্জন সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। যেটুকু সঞ্চিত অর্থ ও খাবার ছিল তাও শেষ হয়ে যায়। ফলে তাঁর ও সন্তানদের অনাহারে দিন কাটছিল। ক্ষুধার্ত সন্তানদের কষ্ট সহ্য করতে না পেরেই তিনি তাদের গঙ্গায় ফেলে দেন ওই মহিলা স্থানীয়দের জানিয়েছিলেন।
করোনা লকডাউনে সবথেকে ক্ষতিগ্রস্ত দেশের গরিব মানুষ। তাদের একটা বড় অংশের মানুষের আয়ের পথ বন্ধ হয়ে গিয়েছে। ঘরে ঘরে তীব্র হচ্ছে দারিদ্র। এই দুর্দিনে সরকারের করনীয় সম্পর্কে সম্প্রতি একটি সুস্পষ্ট দিশা দেখিয়েছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। কেন্দ্রের মোদী সরকারের প্রতি তাঁর পরামর্শ ছিল, এই মুহূর্তে সরকারি অর্থ খরচের ক্ষেত্রে গরিবদের অগ্রাধিকার দিতে হবে। এই প্রতিকূল পরিস্থিতিতে আরও বেশি করে সরকারকে গরিবদের পাশে দাঁড়াতে হবে। একটি জনকল্যাণকর রাষ্ট্রের এটাই প্রত্যাশিত বলে মন্তব্য করেছিলেন তিনি। রাজনের এই বক্তব্য কতটা ভারতের বাস্তব পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আছে ভাদোহি জেলার এই মর্মান্তি ঘটনা তা আরও প্রকট করে তুলল।
লকডাউনে ঘরে খাবার নেই, ৫ সন্তানকে গঙ্গায় ভাসিয়ে দিলেন 'অসহায়' মা Reviewed by ARPAN SAHA on April 14, 2020 Rating: 5

No comments:

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.