Top Ad unit 728 × 90

Breaking News

random

অ্যাকাউন্টে ঢুকছে ৫০০ টাকা, কে কবে পাবেন? জানাল অর্থমন্ত্রক

নয়াদিল্লি: কোভিড-১৯ প্যাকেজে মহিলাদের জনধন যোজনা (PMJDY) অ্যাকাউন্টে মাসিক ৫০০ টাকা করে পাঠাচ্ছে কেন্দ্র। তবে করোনাভাইরাস সংক্রমণ এড়াতে এই টাকা তোলার জন্য তড়িঘড়ি না করার অনুরোধ জানাল অর্থমন্ত্রক। একই সঙ্গে জানিয়ে দেওয়া হল, কোন অ্যাকাউন্টে কবে টাকা ঢুকছে।

শুক্রবার অর্থমন্ত্রকের আবেদনে জানানো হয়, এ দিন থেকেই প্রত্যেকটি ব্যাঙ্ক জনধন অ্যাকাউন্টে ৫০০ টাকা আর্থিক অনুদান পাঠানো শুরু করেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গত সপ্তাহে ঘোষণা করেন, প্রায় চার কোটি মহিলার অ্যাকাউন্টে তিন মাস ৫০০ টাকা পাঠানো হবে।

এ দিন অর্থমন্ত্রক জানিয়ে দেয় অ্যাকাউন্ট নম্বরের শেষ সংখ্যার নিরিখেই টাকা পাঠানোর তারিখ নির্ধারিত হয়েছে। প্রত্যেক জনধন অ্যাকাউন্টধারী মহিলার জন্যই ওই অনুদান পাঠানো হচ্ছে। এই টাকা এটিএম থেকে তোলা যাবে। এর জন্য কোনো বাড়তি চার্জ লাগবে না। অন্য দিকে ব্যাঙ্কে গিয়ে অযথা ভিড় বাড়ানোর কারণ নেই। অ্যাকাউন্ট নম্বরের শেষ সংখ্যাটি দেখলেই কবে টাকা আসছে, তা স্পষ্ট হয়ে যাবে।


ইন্ডিয়ান ব্যাঙ্ক’স অ্যাসোসিয়েশনের নির্ধারিত ক্রম অনুযায়ী ওই টাকা পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্টধারীরা নিজেদের অ্যাকাউন্ট নম্বরের সেই সংখ্যাটি নজরে রাখবেন। যেমন কারও অ্যাকাউন্টের শেষ সংখ্যা যদি ০ (শূন্য) অথবা ১ হয়, তা হলে তাঁর অ্যাকাউন্টে টাকা ঢুকবে ৩ এপ্রিল।

একই ভাবে কারও অ্যাকাউন্ট নম্বরের শেষ সংখ্যা যদি ২ অথবা ৩ হয়, তা হলে তিনি টাকা পাবেন ৪ এপ্রিল। এ ভাবে শেষ সংখ্যা ৪ অথবা ৫ হলে ৭ এপ্রিল, শেষ সংখ্যা ৬ অথবা ৭ হলে পরের দিন এবং শেষ সংখ্যা ৮ অথবা ৯ হলে তিনি টাকা পাবেন ৯ এপ্রিল।

অ্যাকাউন্টে ঢুকছে ৫০০ টাকা, কে কবে পাবেন? জানাল অর্থমন্ত্রক Reviewed by ARPAN SAHA on April 11, 2020 Rating: 5

No comments:

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.