Top Ad unit 728 × 90

Breaking News

random

এই প্রথম শিয়ালদাতে থাকছে অ্যামাজনের বিশেষ সুবিধা, খুশির হাওয়া গ্রাহকদের, | শুধু দেখ

এবার অ্যামাজনের তরফ থেকে এক নতুন পদ্দতি চালু করা হল, সেটা হল কিয়স্ক। এটা মানে হচ্ছে, ধরুন আপনি কোনও জিনিস অনলাইনে অর্ডার করেছেন আর সেটা আপনার ঠিকানায় এসেছে কিন্তু তখন আপনি সেখানে নেই, তাহলে কি হবে? এর জন্যই এই কিয়স্ক তৈরী করা। এই পদ্ধতি অনেক আগেই মুম্বাইতে শুরু করা হয়েছে, এর ফলে অনেক মানুষের সুবিধা হয়েছে।


আর সেটা সাফল্যমন্ডিত হয়েছে। এখন মুম্বাইয়ের পর এবার কলকাতায় শুরু হচ্ছে এই ব্যবস্থা। আপনার দৈনন্দিনের চলার পথের মধ্যেই থাকবে এই কিয়স্ক, মানে আপনার কাছে তো পার্সেল আসলই, কিন্তু যদি দরকার পরে আপনিও সেই পার্সেলের কাছে পৌছে গেলেন সুবিধার্থে। আপনি যেখান দিয়ে যাতায়াত করবেন সেখানেই আপনি ঢুকে পার্সেল নিয়ে যেতে পারবেন।
মুম্বাইতে অ্যামাজন এই কিয়স্কের ব্যবস্থা করেছিল রেলের সাথে যৌথ উদ্যোগে। এবার ইস্টার্ন রেলওয়ের সাথে টাই আপ করে অ্যামাজন শিয়ালদহ স্টেশনে চালু করতে চলেছে এই কিয়স্ক। এখানে দৈনিক লক্ষ লক্ষ মানুষ ভিড় জমায়, আর সেখানেই হবে এই কিয়স্ক। এর দ্বারাই মানুষ তার পার্সেল তুলে নিতে পারবে সহজেই। কিন্তু এই পার্সেল তোলার জন্যও কাস্টমারদের কিছু কাজ করতে হবে সেটা হল, নিজেদের পিক আপ লোকেশন আগের থেকেই সিলেক্ট করতে হবে।
কিন্তু এই কিয়স্কের অবস্থান হবে টিকিট কাউন্টারের বাইরে। অ্যামাজনের কিছুদিন আগেই হয়ে গেলো দারুণ কিছু সেল। যেখানে সব ইলেকট্রিক জিনিস পাওয়া যাচ্ছিল প্রায় জলের দরে। মোবাইল, ল্যাপ্টপ, আরও কিছু বিভিন্ন ইলেকট্রিক গ্যাজেট। বিভিন্ন ফ্ল্যাগ শিপের মোবাইলে পাওয়া যাচ্ছিল ৪০% এর মতো ছাড়। আর সেটা চলেছিল ১৯ জানুয়ারী থেকে ২২ জানুয়ারী পর্যন্ত।
এই প্রথম শিয়ালদাতে থাকছে অ্যামাজনের বিশেষ সুবিধা, খুশির হাওয়া গ্রাহকদের, | শুধু দেখ Reviewed by ARPAN SAHA on February 05, 2020 Rating: 5

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.