করোনায় মৃত্যুমিছিল, নিউইয়র্কের গণকবরে থরে থরে কফিন.
করোনার প্রকোপে লাগাতার মৃত্যুসংখ্যা বেড়েই চলেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে মর্গেও জায়গা কুলোচ্ছে না। বেওয়ারিশ দেহ সরাতে তাই এ বার গণকবর দেওয়া শুরু হল নিউইয়র্কে। ড্রোন থেকে সেই ছবি ধরা পড়েছে, তাতে সার সার সাজানো কফিন একসঙ্গে মাটি চাপা দিতে দেখা গিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেই নোভেল করোনা সবচেয়ে ভয়ঙ্কর আকার ধারণ করেছে। সেখানে প্রায় ৮ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। একসঙ্গে এত মৃতদেহ সরাতে হিমশিম খাচ্ছেন বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ।
তাই যে সমস্ত মৃতদেহ কেউ নিতে আসছেন না বা যাঁদের পরিবারের খোঁজ মেলেনি, সেই মৃতদেহগুলিকে দু’সপ্তাহ পর্যন্ত মর্গে রাখার পর গণকবর দেওয়া শুরু হয়েছে। এর জন্য লং আইল্যান্ড সাউন্ডের পশ্চিম প্রান্তের হার্ট আইল্যান্ডকেই বেছে নেওয়া হয়েছে।
করোনায় মৃত্যুমিছিল, নিউইয়র্কের গণকবরে থরে থরে কফিন.
Reviewed by ARPAN SAHA
on
April 11, 2020
Rating:
Reviewed by ARPAN SAHA
on
April 11, 2020
Rating:
No comments: