একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে আপনার কত টাকা সুরক্ষিত? জেনে নিন
একাধিক একাউন্টে টাকা রাখলে আপনার কত টাকা সুরক্ষিত থাকবে? এই প্রশ্ন মানুষের মনে উঠেছে গত শনিবার থেকে। কারণ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করেছেন। আর সেখানে তিনি জানিয়েছেন,ব্যাঙ্ক দেউলিয়া হয়ে গেলে, বা ব্যাঙ্ক না থাকলে ইন্সিউরেন্স হিসেবে গ্রাহকেরা আগে যে ১ লক্ষ টাকা পেতো সেটা এখন ৫ লক্ষ করা হয়েছে।
এবার প্রশন হল, মানুষের তো অনেক ব্যাঙ্কেই টাকা থাকে তাহলে কি প্রতি ব্যাঙ্ক হিসেবে ৫ লক্ষ টাকা পাবে গ্রাহকেরা? আসলে একটি ধারা অনুযায়ী ব্যাঙ্ক দেউলিয়া বা ডুবে গেলে ১৯৯৩ সালের নিয়ম হিসেবে প্রত্যেক গ্রাহককে ১ লক্ষ টাকা দেওয়া হত, কিন্তু ২০২০ তে সেই নিয়মের পরিবর্তন করা হয়েছে। সেখানে বলা হয়েছে। আগে যেমন ১লক্ষ টাকা দেওয়া হত এবার সেখানে ৫ লক্ষ টাকা দেওয়া হবে।
আর এই ৫ লক্ষ টাকা অদিকতম। এর কমও মানুষ পেতে পারে। তার মানে গিয়ে দাড়াচ্ছে আপনার একাউন্টে যে টাকা থাকবে সেটা হিসেব করে ৫ লক্ষ টাকা দেওয়া হবে। আর এটা প্রিন্সিপ্যাল এন্ড ইন্টারেস্ট যোগ করে ৫ লক্ষ টাকা ধরা হবে। মানে এটাই যে ৫ লক্ষের বেশী হলেও মাত্র আপনার ৫ লক্ষ টাকাই সুরক্ষিত থাকবে।
তবে অন্য ব্যাঙ্ক একাউন্টে আপনার যদি টাকা রাখা থাকে সেই হিসেবে আপনার ওই ৫ লক্ষ টাকাই ধার্য্য করা হবে। কারণ একটি ব্যাঙ্কে যদি মানুষের একাধিক একাউন্ট থাকে তাহলে তারা সর্বাধিক ৫ লক্ষ টাকার সুরক্ষাই পাবেন। কিন্তু সেই টাকাই যদি অন্য সব ব্যাঙ্ক একাউন্টে ভাগে ভাগে রাখা হয়, তাহলে ব্যাঙ্ক দেউলিয়া হয়ে গেলে ব্যাঙ্ক পিছু ৫ লক্ষ টাকা করেই পাবেন। তাহলে একটি ব্যাঙ্কে একাধিক একাউন্ট করার চেয়ে, একাধিক ব্যাঙ্কে একটি একটি করে একাউন্ট খুলুন।
একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে আপনার কত টাকা সুরক্ষিত? জেনে নিন
Reviewed by ARPAN SAHA
on
February 05, 2020
Rating:
Reviewed by ARPAN SAHA
on
February 05, 2020
Rating:

No comments:
New comments are not allowed.